নোটিশ বিবরণ

নোটিশ

Form Fill-up Notice-2021

তারিখ : ১ ডিসেম্বর, ২০২২

এত দ্বারা কালাউক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির সকল অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার নির্দেশিত প্রত্যেক শিক্ষার্থীদের ইউনিক আইডি ( রোল নম্বর এর পরিবর্তে)  চালু করার লক্ষ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীর তথ্য ফরম পূরণ করতে হবে। 
শিক্ষার্থীকে নিন্মোক্ত কাগজ পত্র সংগে নিয়ে আসতে হবে- 
১/ মা ও বাবার এনআইডির  কার্ডের(এক কপি) ফটোকপি। ২/ শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি( এক কপি)। ৩/ শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। 
আগামী এক সপ্তাহের মধ্যে সকাল ১১টা হতে বিকাল ১টার মধ্যে স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ শ্রেণি শিক্ষকের নিকট থেকে ফরম গ্রহণ করে পূরণ করে জমা দিতে বলা হলো। 
প্রধান শিক্ষক 
কালাউক উচ্চ বিদ্যালয় 
লাখাই,হবিগঞ্জ।